ভারতের আসামে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় দুটি বুনো হাতির মৃত্যু হয়েছে। বুধবার রাজ্য প্রশাসন নিশ্চিত করে এ তথ্য।
বনবিভাগের কর্মকর্তা দিলিপ কুমার দাস জানান, সিগন্যাল উপেক্ষা করে রেললাইনের ওপর চলে আসে দুটি হাতি। সেসময়ই জায়গাটি অতিক্রম করছিল রাজধানী এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় পাশেই ছিটকে পড়ে প্রাণীগুলো। ময়নাতদন্তের পর বনবিভাগ এবং স্থানীয়দের সহায়তায় হাতিগুলোকে দেয়া হয় মাটিচাপা।
কর্মকর্তারা জানান, ফসল উত্তোলনের সময় খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে বন্য প্রাণীরা। সেসময়ই হয় নানা দুর্ঘটনা। এখনও ৫ হাজারের মতো এশীয় হাতির আবাসস্থল আসামের বনাঞ্চল।
ইউএইচ/
Leave a reply