টিকাগ্রহণে রক্ত জমাট বাঁধার কারণ জানালেন গবেষকরা

|

ছবি: সংগৃহীত

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন গ্রহণের পর বিরল রক্তজমাট বাঁধার কারণ জানালেন গবেষকরা। বুধবার যুক্তরাষ্ট্র ও কার্ডিফ ভিত্তিক গবেষকদের একটি দল প্রকাশ করে সূত্রটি।

গবেষকদের দাবি, রক্তের একগুচ্ছ প্রোটিন ভ্যাকসিনের মূল উপাদানগুলোকে চুম্বকের মতো আকৃষ্ট করে। যার ফলে তৈরি হয় চেইন রি-অ্যাকশন। সেসময় মানবশরীর টিকা গ্রহণ করতে পারে না। যার ফলে, মাঝামাঝি জায়গায় জমাট বেঁধে যায় রক্ত।

এর প্রতিকার হিসেবে গবেষকরা এখনও চূড়ান্ত কিছু জানাননি। তবে করোনায় আক্রান্ত এবং ভয়াবহ অ্যালার্জি থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ভ্যাকসিনের পরিমাণে তারতম্য আনার পরামর্শ দিয়েছেন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তরফ থেকে গবেষণাটি সম্পর্কে কোনো প্রতিক্রিয়া আসেনি। গেল বছরই এই স্বাস্থ্য সমস্যায় প্রাণ হারান কমপক্ষে ৭৩ জন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply