বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইথিওপিয়ার শেওয়া রোবিত শহরের পুনর্দখল নিয়েছে সেনাবাহিনী। বুধবার (১ ডিসেম্বর) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ইথিওপিয়া সরকার।
রাজধানী থেকে মাত্র ২২০ কিলোমিটার দূরে গুরুত্বপূর্ণ শহরটির অবস্থান। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আবি আহমেদের নেতৃত্বে ফ্রন্টলাইনে লড়াই করে মাত্র কয়েকদিনেই সামরিক বাহিনী মেজেজো, মোলালে, রাসাসহ আশপাশের এলাকা পুনরায় দখলে নিয়েছে।
আরও পড়ুন : মেক্সিকোর কারাগারে হামলা, ছিনিয়ে নেয়া হলো কয়েদি
সরকারের দাবি, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা লালিবেলা এলাকাটিও বিদ্রোহীদের দখল থেকে পূনরুদ্ধার করা হয়েছে বুধবার। গেলো আগস্টে ঐতিহাসিক শহরটি দখলে নিয়েছিল সশস্ত্র সংগঠন টিপিএলএফ। গত বছর থেকেই ক্ষমতা দখলকে কেন্দ্র করে ইথিওপিয়ার সরকারের সাথে তুমুল লড়াই চলছে টাইগ্রে বিদ্রোহীদের। এ পর্যন্ত এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ হাজার মানুষ।
/এডব্লিউ
Leave a reply