শনিবার (৪ ডিসেম্বর) শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। আজ (২ ডিসেম্বর) দলীয় অনুশীলন না থাকলেও সকালে ট্রেনিং গ্রাউন্ডে ব্যস্ত সময় কাটিয়েছে পাকিস্তানের ৫ ক্রিকেটার। দুপুর দেড়টা থেকে অনুশীলন শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। তাদের অনুশীলন চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
সকাল ১০ টা থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেন অধিনায়ক বাবর আজম, আজহার আলী, ফাওয়াদ আলম, সৌদ শাকিল ও কামরান গুলাম। প্রথম টেস্টে জয় পাওয়ায় ফুরফুরে মেজাজে আছে পাকিস্তান। তাই বিশ্রামে আছেন দলের বাকিরা।
তবে ম্যাচের আগের দিন শুক্রবার (৩ ডিসেম্বর) পূর্ণাঙ্গ দল নিয়ে অনুশীলন করবে বাবর আজমের দল। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুশীলন করবে স্বাগতিক বাংলাদেশ।
আরও পড়ুন: দ্বিতীয় টেস্টে অনিশ্চিত সাইফ হাসান
Leave a reply