ভোলা প্রতিনিধি:
ভোলায় ভাইয়ের লাশ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিজেই লাশ হয়ে ফিরলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভোলার লালমোহন উপজেলার আবুগঞ্জ বাজার নামক এলাকায়। নিহত দিপক চন্দ্র দে (৪৫) ভোলা পৌর কাচিয়া কলোনী এলাকার বিশ্বেসর চন্দ্র দের ছেলে। তিনি ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারি হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) চরফ্যাশনে তার ফুফাতো ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে দুপুরের দিকে তিনি নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে চরফ্যাশনের উদ্দেশে রওনা হন। বিকেল সোয়া চারটার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলার আবুগঞ্জ বাজার নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায়।
আরও পড়ুন: স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে এবং ঘাতক ট্রলিটি আটক করেছে।
Leave a reply