নিরাপদ সড়ক ও সারাদেশে হাফ ভাড়া কার্যকরসহ ১২ দফা দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।
সকাল ১১টা থেকে রামপুরা ব্রিজে অবস্থান নেয় তারা। সড়কে নাঈম ও মাঈনউদ্দিন হত্যার বিচারও দাবি করে তারা। তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানায় শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা বলেন, হাফ পাসের জন্য কোনো সময় বা দিন নির্ধারণ করে দেয়া যাবে না। এছাড়া ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালককে নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও দাবি জানায় আন্দোলনকারীরা। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানায় তারা।
/এডব্লিউ
Leave a reply