কুয়েট শিক্ষকের মৃত্যু: ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবি সাবেক শিক্ষার্থীদের

|

নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে কুয়েট শিক্ষকের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

শুক্রবার (০৩ ডিসেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে মানববন্ধন থেকে এমন দাবি জানায় রাজধানীতে অবস্থানরত ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

এমন দু:খজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয় মানববন্ধন থেকে। কুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণার পাশপাশি শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানানো হয় মানববন্ধন থেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply