আজ মিসরের প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির সংবিধান অনুসারে, ৩ দিন ধরে চলে ভোটগ্রহণ। আর, দু’দফায় হয় ভোটাভুটি। প্রথম দফায় কোন প্রার্থী প্রয়োজনীয় ভোট বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে, দ্বিতীয় দফায় গড়ায় না নির্বাচন।
এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৬ কোটি নিবন্ধীত মিসরীয়। অবশ্য, তাদের সামনে বাছাই করার সুযোগ নেই। কেননা, প্রার্থী মাত্র দু’জন। আর আবদেল ফাতাহ্ আল সিসি-ই পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন তার অনেকটা আগে থেকেই বলে দেয়া যায়।
অখ্যাত দল- ঘাদ পার্টির নেতা মূসা মুস্তফা মূসাকে দেশের অনেকেই চেনেন না। মূলতঃ আন্তর্জাতিক মহলের সমালোচনা এড়াতে বিরোধী হিসেবে নিজের মিত্রকে লড়াইয়ে নামার নির্দেশ দেন সিসি।
৭ জন প্রার্থী থাকলেও, বিভিন্ন উপায়ে তাদের লড়াই থেকে সরিয়ে দেন প্রেসিডেন্ট। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ২ এপ্রিল। ২০১৪ সালেও প্রায় ৯৭ ভাগ ভোট পেয়ে জয়ী হন, সিসি।
Leave a reply