দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা কিছুটা কমছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিন জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৭ হাজার ৯৮৯ জনের। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৩৮৭টি।
শুক্রবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, নতুন করোনা শনাক্ত হয়েছেন আরও ২৪৩ জন। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২২৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৪১ হাজার ৮৮৬ জন।
উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
ইউএইচ/
Leave a reply