এবার মালয়েশিয়াতেও ওমিক্রনের হানা

|

ছবি: সংগৃহীত।

এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় সাউথ আফ্রিকা থেকে আগত এক শিক্ষার্থীর শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার (৩ ডিসেম্বর) এ বিষয়ে নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকা থেকে আগত ওই শিক্ষার্থী মালয়েশিয়া আসার পথে তার শরীরে করোনার উপস্থিতি মেলে। এরপর তিনি ১০ দিন কোয়ারেন্টিনে ছিলেন। এরপর তার শরীরে নতুন ধরন ওমিক্রনের উপস্থিতি পাওয়া গেছে।

আরও পড়ুন: কানাডার তরুণ যেভাবে ইসলাম গ্রহণ করলেন

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৯ বছর বয়সী ওই শিক্ষার্থী, যিনি ওমক্রিনে আক্রান্ত হয়েছেন, এরই মধ্যে তিনি করোনার ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন। ওই শিক্ষার্থী সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়ায় প্রবেশ করেন। তার সংস্পর্শে যারা ছিল, তাদের সবাইকে প্রথমে কোয়ারেন্টিনে রাখা হয়, পরে তাদের প্রত্যেকের করোনা টেস্ট নেগেটিভ আসে।

এদিকে ওমিক্রনকে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে বর্ণনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিইএইচও। এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে ওমিক্রনের উপস্থিতি পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রনের এমন কিছু মিউটেশন রয়েছে, যার বিরুদ্ধে টিকা কার্যকর না-ও হতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply