৩ জমজ সন্তান নিয়ে বিপাকে রাজবাড়ীর কিরণ

|

ঘর আলো করে এসেছে ৩ জমজ নবজাতক। পরিবারে আনন্দের জোয়ার বইলেও, সন্তানদের লালন-পালন আর চিকিৎসা ব্যয় নিয়ে বিপাকে হতদরিদ্র দিনমজুর বাবা। সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার হতদরিদ্র কিরণ মুন্সী-ববিতা বেগম দম্পতি।

রাজবাড়ীর দৌলতদিয়ার কিরণ মুন্সী-ববিতা বেগম দম্পতির ঘরে ৪ নভেম্বর তিন পুত্র সন্তানের জন্ম দেন ববিতা। নাম রাখা হয় তামিম, তাসিন ও তানজিল। বাবা কিরণ পেশায় দিনমজুর। হতদরিদ্র পরিবারটিতে আছে ৫ বছর বয়সী আরেকটি পুত্রসন্তান। ৬ জনের সংসার চালাতে গিয়ে হিমশিম অবস্থা পরিবারটির। তাই, আনন্দ যতটা তার চেয়ে বেশি দুশ্চিন্তা।

আরও পড়ুন: ‘৭ তারিখ খেলা হবে’

পরিবারটিকে সহায়তার আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান বলেন, সমাজের আর অন্য্যান্য সকল বাচ্চা যেসব সুযোগ সুবিধা পেয়ে বড় হয়, এই শিশুগুলোকেও আমরা একইভাবে বড় করে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করব।

৩ জমজসহ ৪ শিশুকে লালন পালনে সবার সহযোগিতা চেয়েছে হতদরিদ্র পরিবারটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply