মারা গেলেন জার্মানীর প্রথম বিশ্বকাপজয়ী দলের শেষ সদস্য

|

মারা গেছেন হোর্স্ট একেল। ছবি: সংগৃহীত

জার্মানির হয়ে প্রথম বিশ্বকাপজয়ী দলের শেষ সদস্য হোর্স্ট একেল মারা গেছেন। তৎকালীন পশ্চিম জার্মানির হয়ে ১৯৫৪ সালে বিশ্বকাপ জিতেছিলেন তিনি। শুক্রবার ৮৯ বছর বয়সে তিনি মারা যান।

জার্মান ফুটবল ফেডারেশন গত শুক্রবার (৪ ডিসেম্বর) হোর্স্ট একেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানায়নি তারা।

প্রায় ৬৭ বছর আগের সেই বিশ্বকাপে জার্মানির হয়ে অধিনায়ক ফ্রিতজ ওয়াল্টার এবং মিডফিল্ডার হোর্স্টস একেল পুরো বিশ্বকাপের ছয়টি ম্যাচই খেলেছিলেন। সেবার গ্রুপ পর্বে হাঙ্গেরির কাছে ৮-৩ গোলে হেরেছিল তারা। তবে ফাইনালে সেই হাঙ্গেরিকেই ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিতেছিলেন একেলরা। জার্মানীর সেই দলকে বলা হতো ‘ওয়ান্ডার অব বার্ন’। পুরো বিশ্বকাপ আসরে দোর্দণ্ড প্রতাপশালী হাঙ্গেরিকে হারিয়ে বিশ্বকাপ জিতে ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটনের জন্ম দেয় ওয়াল্টার-একেলদের জার্মানী।

জাতীয় দলের হয়ে ৩২ টি ম্যাচ খেলেছেন তিনি। ক্লাব পর্যায়ে কাইজারস্লাটার্নের হয়ে খেলেছেন ২১৩ টি ম্যাচ; জিতেছেন দুটি জার্মান লিগ শিরোপা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply