শিক্ষকের ভুলে গাড়ির ভেতরে ৪ ঘন্টা আটকা পড়েছিলো ৬ বছরের শিশু নৈতিক। অক্সিজেনের অভাবে সৃষ্ট শারিরীক জটিলতায় শেষ পর্যন্ত মৃত্যু হয় তার। এ ঘটনা ভারতের মধ্যপ্রদেশের। এ ঘটনায় সিবিআই’র তদন্ত দাবি করেছে শিশুটির পরিবার।
নৈতিকের বাবা সুরেন্দ্র গৌর জানান, ১৯ মার্চ নৈতিককে ব্যক্তিগত গাড়িতে তুলে নিয়ে যায় তার স্কুলের এক পরিচালক। গাড়ির ভেতরে ক’জন শিক্ষকও ছিলেন। স্কুলে পৌঁছানোর পর নৈতিক গাড়ি থেকে নামতে চায়নি। পরিচালক নৈতিককে ভেতরে রেখেই গাড়ি লক করে দেন।
তিনি এক শিক্ষককে নির্দেশনা দেন নৈতিককে গাড়ি থেকে বের করে আনার। কিন্তু সেই শিক্ষক বিষয়টা বেমালুম ভুলে যান। চার ঘন্টারও বেশি সময় গাড়িতে আটকা থাকে নৈতিক। পরে তাকে উদ্ধার করে ভুপালের এক হাসপাতালে নেয় হয়। সেখানেই গত রবিবার মৃত্যু হয় তার।
চিকিৎসকরা জানিয়েছেন, বাচ্চাটিকে যখন হাসপাতালে আনা হয়, তখন সে প্রচণ্ড ‘শক’ এর মধ্যে ছিলো। শ্বাসপ্রশ্বাসও স্বাভাবিক ছিল না। নৈতিকের বাবার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মামলা গ্রহণ করে অধিকতর তদন্তের কাজ শুরু করেছে।
Leave a reply