Site icon Jamuna Television

দুর্যোগ মোকাবেলায় সরকার বিশ্বে অনুকরণীয় মডেল: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দূরদর্শী পরিকল্পনায় বর্তমান সরকার দুর্যোগ মোকাবেলায় বিশ্বে অনুকরণীয় মডেল প্রতিষ্ঠা করেছে।

শনিবার (৪ ডিসেম্বর) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবকদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক রাডার ও পূর্বাভাস ব্যবস্থার কল্যাণে ঘূর্ণিঝড়ে প্রাণহানি কমেছে। বর্তমানে ৫ হাজার আশ্রয়কেন্দ্র ও ৭৬ হাজার স্বেচ্ছাসেবক নিয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন : বঙ্গবন্ধুর সফলতা নিয়ে গবেষণা করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর
অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ১০৬ জন স্বেচ্ছাসেবককে পুরস্কৃত করা হয়।

/এডব্লিউ

Exit mobile version