Site icon Jamuna Television

সম্বলহীন তরুণ-তরুণীদের জাকজমকপূর্ণ গণবিয়ে

অন্যরকম এক বিয়ের অনুষ্ঠান হয়ে গেলো রাজধানীর কারওয়ান বাজারে। জাকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় সহায়-সম্বলহীন ৩৪ তরুণ-তরুণীর বিয়ে।

শনিবার (৪ ডিসেম্বর) নিজেদের বনভোজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা বাদ দিয়ে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় ঢাকাস্থ ভোলা সমিতি। শুধু সহায় সম্বলহীনদের বিয়ের অনুষ্ঠানই নয়, নব দম্পতিদের হাতে তারা তুলে দিয়েছে নগদ অর্থ।

দুপুরে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়। এখানে নব দম্পতিদের বরণ করে নিতে আগে থেকেই প্রস্তুত ছিলেন বর-কনের স্বজনরা। বরণের পর শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। একে একে বিয়ে পড়ানো হয় ১৭ দম্পতির।

এই আয়োজন কল্পনার মতো ছিল নব দম্পতিদের কাছে। তারা জানান, এই আয়োজন তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে তুলবে। দু’দিন আগেও পরিবারে খাবারের নিশ্চয়তা ছিল না যাদের, তাদের বিয়েতে এমন আয়োজনে বিস্মিত অভিভাবকরাও।

বিয়ের আনুষ্ঠানিকতায় হাজার মানুষের খাবারের আয়োজন করার পাশাপাশি ভোলা সমিতি তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলেও জানান উদ্যোক্তারা।

/এডব্লিউ

Exit mobile version