Site icon Jamuna Television

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ১৮ সদস্যের দল ঘোষণা

ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরকে সামনে রেখে ১৮ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ঘোষিত এই দলে জায়গা হয়নি ওপেনার সাইফ হাসানের। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথমটি খেললেও মিরপুরে দ্বিতীয় টেস্টে টাইফয়েডের জন্য দলে ছিলেন না সাইফ। এবার বাদ পড়লেন নিউজিল্যান্ড সিরিজেও। এছাড়া বাংলাদেশ দলে কোনো চমক নেই। পাকিস্তান সিরিজের দলই যাবে এই সিরিজে।

আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সে খুশি পাপন

আগামী জানুয়ারির ৫ তারিখ ওভালে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৩ জানুয়ারি ক্রাইস্টচার্সের হেগলি ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ দল: মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও শহিদুল ইসলাম।

Exit mobile version