Site icon Jamuna Television

দুই শিশু সন্তানকে খুন করে আত্মহত্যার চেষ্টা, মরতে পারলেন না মা

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে দুই শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার করার চেষ্টার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত দুই শিশু তাবিহা (৪) ও বুশরা (৯ মাস)।

স্থানীয়রা জানায়, শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের সদর থানার মোক্তার টেক এলাকার শামসুল হকের বাড়ির ভাড়াটিয়া বিল্লাল হোসেনের দুই শিশুকে হত্যার পর তার স্ত্রী লিজা আক্তার সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেয়ার চেষ্টা করেন। পরে বিল্লাল হোসেনের চিৎকারে আশপাশের লোকজন এসে লিজা আক্তারকে হাসপাতালে পাঠায়। আহত লিজা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন : ‘কারো মনে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারেনি’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্ত করাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে তিনি সন্তানদের হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তা এখনও জানা যায়নি।

/এডব্লিউ

Exit mobile version