ভয়াবহ লাভা উদগীরন শুরু করেছে ইন্দোনেশিয়ার মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি। অগ্নুৎপাতে ধেয়ে আসা ছাইয়ের কুণ্ডলিতে পুড়ে একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও ৪১ জন।
শনিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে সেমেরু আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়।
এ অগ্নুৎপাতে আশপাশের গ্রামগুলোয় ছড়িয়ে পড়েছে লাভার ছাই। কালো ধোঁয়ায় ছেয়ে আছে আকাশ। ৫০ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছেছে ধোয়া। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ে ছুটছে দ্বীপের বাসিন্দারা। হেলিকপ্টারের সাহায্যে চলছে উদ্ধারকাজ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকায়। এরমধ্যেই আবার বৃষ্টিপাত হয়েছে কিছু এলাকায়। ফলে কাদার রূপ নিয়েছে উদগীরিত লাভা।
আরও পড়ুন: ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে লঙ্কান নাগরিককে পুড়িয়ে হত্যা
দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) বলেছে, তারা লোকজনের জন্য অস্থায়ী আশ্রয় শিবির চালু করেছে। কিন্তু ঘন ধোঁয়ার কারণে লোকজনকে সরিয়ে নেয়ার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিএনপিবির প্রধান সুহারিয়ানতো।
উল্লেখ্য, ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির দেশ ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সবচেয়ে উঁচুতে অবস্থিত এই সেমেরু আগ্নেয়গিরি। সবশেষ গত জানুয়ারিতেও এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে। তবে তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Leave a reply