Site icon Jamuna Television

‘দেশের গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছেন শেখ হাসিনা’

ফাইল ছবি

গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে গণতন্ত্রমনা সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (০৫ ডিসেম্বর) সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশের অগ্রযাত্রায় সবচেয়ে বড় বাধা সাম্প্রদায়িকতা। বাংলাদেশের গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছেন শেখ হাসিনা।

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠসহ দেশের শান্তি ও মঙ্গল কামনায় দোয়া করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন নাছিম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

Exit mobile version