ভাইয়ের যৌন কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগে চাকরি খোয়ালেন সিএনএন এর তারকা উপস্থাপক ক্রিস ক্যুমো। শনিবার (০৪ ডিসেম্বর) এক বিবৃতিতে তার বরখাস্তের কথা নিশ্চিত করে এই মার্কিন টেলিভিশন চ্যানেল।
ক্রিসের বিরুদ্ধে অভিযোগ, তার ভাই নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমোর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির তদন্ত চলাকালে তিনি প্রভাব বিস্তারের চেষ্টা করেন। সরকারি কর্মকর্তা ও গোয়েন্দাদের কাজে হস্তক্ষেপ করেন। চলতি বছর ৫ মাস ধরে নিউইয়র্কের গভর্নরের বিরুদ্ধে তদন্ত চলে। বেরিয়ে আসে ১১ জন সাবেক ও বর্তমান নারী সহকর্মীকে যৌন হয়রানি করেছেন অ্যান্ড্রু ক্যুমো। এর জের ধরে আগস্ট মাসে তিনি পদত্যাগ করেন।
আরও পড়ুন: অনুপ্রবেশকারী ভেবে গ্রামবাসীদেরই গুলি করে হত্যা করলো ভারতের নিরাপত্তা বাহিনী
সিএনএন এর বক্তব্য, পেশার তুলনায় পরিবারকে গুরুত্ব দেয়ায় অবশ্যই ক্রিস ক্যুমোকে সাধুবাদ। তবে সাংবাদিকতার নীতিমালা ভঙ্গের কারণে প্রতিষ্ঠানের সুনাম খারাপ হচ্ছে। প্রতিক্রিয়ায় ক্রিস জানান, দীর্ঘদিনের কর্মস্থল থেকে এমনভাবে বিদায় নিতে চাননি তিনি। ২০১৩ সাল থেকে সিএনএনে কর্মরত ছিলেন ক্রিস।
Leave a reply