শীতকালে দাড়িতেও খুশকি! জেনে নিন সমাধান

|

ছবি: সংগৃহীত।

শীতকালে নানা সমস্যার মধ্যে একটি হলো খুশকি। চুলের পাশাপাশি পুরুষের দাড়িতেও এই সমস্যা হানা দেয়। যা বেশ অস্বস্তিকর। কিন্তু নিজের একটু যত্ন নিলেই রয়েছে এই সমস্যার সমাধান। জেনে নেয়া যাক, এই সমস্যা দূর করার কিছু পরামর্শ—

১) অতিরিক্ত ঠাণ্ডা বা বেশি গরম পানি দিয়ে শীতকালে মুখ ধোয়া যাবে না। হালকা গরম পানি দিয়ে রোজ ভালোভাবে দাড়ি ধুতে হবে।

২) দাড়ি ধোয়ার জন্য ফেসওয়াশ ব্যবহার করা যাবে। গোসলের সাবান দাড়িতে লাগানো যাবে না।

৩) মুখ ধোয়ার পর রোজ ভালোভাবে ময়শ্চারাইজার মাখতে হবে। এমনকি, দাড়ির উপর দিয়েও। তাতে ত্বক আর্দ্র থাকবে।

৪) দাড়িতে সাধারণ কোনো ক্রিম লাগানো ভালো নয়। দিনে দুই থেকে তিনবার ময়শ্চারাইজার-ই দেয়া ভালো।

৫) দিনে একবার অন্তত ভালো করে দাড়ি আঁচড়াতে হবে।

এরপরও কারো খুশকির সমস্যা থেকে গেলে চর্মরোগ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply