Site icon Jamuna Television

‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আইনি সুযোগ খতিয়ে দেখছে সরকার’

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি।

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আইনে কোনো উপায় আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এজন্য সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (৫ ডিসেম্বর) সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজদের ২৫তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, এর আগে দুইবার আবেদন খারিজ করা হয়েছিল। এবার পরিবার ও আইনজীবীসহ সবাই জোরালো দাবি জানিয়েছে। তাই দাবির বিষয়টি সময় নিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version