Site icon Jamuna Television

শচীন কন্যার ‘ডেট’ এর ছবি ভাইরাল, ভুল ভাঙলো ১০ ঘণ্টা পর

ছবি: সংগৃহীত।

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারকে নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তার একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। আর তা নিয়েই নেটিজেনদের জল্পনা তুঙ্গে। খবর আনন্দবাজার পত্রিকার।

ঘটনার সূত্রপাত সারার ইনস্টাগ্রাম একাউন্ট থেকে। সেখানে একটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতে দেখা যায়, সারাকে কারও হাত ধরে বিখ্যাত ‘ফলো মি’ পোজ দিতে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘স্পেশাল ডেট নাইট।’ ব্যাস, এরপরই নেটিজেনদের জল্পনা-কল্পনা শুরু হয় ব্যাপক।

শচীন কন্যা কার সাথে সম্পর্কে আছেন, তা নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় হৈ-চৈ। তবে ভুল ভাঙে ঠিক ১০ ঘণ্টা পর।

বলিউডের নামকরা গায়িকা কণিকা কাপুর তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ওই সময়। সেখানে একই পোজে ছবি তুলেছেন কণিকা। সেখানেও যার হাত তিনি ধরে আছেন, সেই ব্যক্তির মুখও আছে ক্যামেরার পেছনে। এরপরই সবকিছু পরিষ্কার হয়ে যায়।

আরও পড়ুন: সিদ্ধার্থকে ছাড়াই ‘বিগ বসে’ ফিরছেন শেহনাজ!

মূলত সারা ও কণিকা একে অপরের ঘনিষ্ট বন্ধু। দু’জনকে বেশ কয়েক বার লন্ডনে একসঙ্গে দেখা গিয়েছে। পড়াশোনার জন্য সারা লন্ডনেই থাকেন।

এসজেড/

Exit mobile version