Site icon Jamuna Television

কৌশল করেও রেহাই পেল না হেরোইন বহনকারী

গ্রেফতারকৃত ইব্রাহিম ও উদ্ধারকৃত হেরোইন।

সিনিয়র করেসপন্ডেন্ট:

বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় নাটোরের বাগাতিপাড়া থেকে ইব্রাহিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত ইব্রাহিম রাজশাহীর গোদাগাড়ি থানার কাজিহাটা এলাকার হাবিবুর রহমানের ছেলে।

র‍্যাব-৫ এর নাটোর ক্যাম্পের (সিপিসি-২) কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রাত ২টা ৪৫ মিনিটে র‍্যাবের একটি দল নাটোরের বাগাতিপাড়া উপজেলায় অভিযান চালায়। অভিযানকালে উপজেলা পরিষদ চত্বরে সন্দেহজনক চলাফেরা করার সময় ইব্রাহিমকে আটক করে তারা।

এসময় তার এলোমেলো কথাবার্তায় র‍্যাব সদস্যদের সন্দেহ হয়। পরে আরও জিজ্ঞাসাবাদ করলে ইব্রাহিমের দেয়া তথ্য মতে তার পায়ুপথ থেকে স্কচ টেপ দিয়ে মোড়ানো ৯৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় দশ লাখ টাকা। এসময় দুটি মোবাইল জব্দ করা হয়।

পরে ইব্রাহিমের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়।

/এসএইচ

Exit mobile version