অর্থপাচারের সাথে জড়িত ১৪টি প্রতিষ্ঠান ও ২৯ ব্যক্তির বিরুদ্ধে শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অর্থপাচারের অভিযোগে করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে দাখিল করা হয়।করে। এরপর হাইকোর্ট এ মুলতবি ঘোষণা করেন।
আদালতে দুদকের পক্ষে তালিকাটি দাখিল করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। তালিকায় বেশ কয়েকজন ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্য রয়েছেন।
এ তালিকায় আছে বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের নামও। যার বিরুদ্ধে সুইস ব্যাংকে অর্থ পাচারের তথ্য পেয়েছে দুদক। এছাড়া, পানামা পেপারসে নাম আসা ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু ও তার পরিবারের সদস্যদের অর্থ পাচারের বিষয়ও দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্যারাডাইস পেপারে নাম আসা বাংলাদেশি ব্যবসায়ী ফয়সাল আহমেদ চৌধুরী, উম্মে রুবিনাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ পাচার সংক্রান্ত তথ্যের সত্যতা পেয়েছে দুদকের তদন্ত কমিটি।
/এসএইচ
Leave a reply