Site icon Jamuna Television

ওমিক্রন আতঙ্ক নিয়েই দক্ষিণ আফ্রিকা যাচ্ছে ভারত ক্রিকেট দল

ছবি: সংগৃহীত।

করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়া সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারত। ৯ ডিসেম্বর জোহানেসবার্গের উদ্দেশে দেশত্যাগ করবে ভিরাট-রোহিতরা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরে তিনটি করে টেস্ট ও ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। তবে পরিবর্তন এসেছে টি-টোয়েন্টি সিরিজে। নতুন সূচি করে পরবর্তীতে তা জানানোর কথা বলেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

১৭ ডিসেম্বর থেকে জোহানেসবার্গে গড়াবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। আর ১১ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এদিকে কোহলি-রোহিতদের স্বাস্থ্য নিরাপত্তা সুনিশ্চিতের কথাও জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।

বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজে দেশে টেস্ট সিরিজ খেলছে ভিরাট কোহলির দল। যেখানে প্রথম টেস্টে ড্র হলেও দ্বিতীয় টেস্টে ভারতের জয় এখন সময়ের অপেক্ষা। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয় কিউইরা।

Exit mobile version