তালা, আমাদের নিত্য ব্যবহৃত একটি বস্তু। ঘরে-বাইরে বা অফিসে সকল জায়গায় হরদম ব্যবহার করা হয় এটি। বাজারে বিভিন্ন ধরনের তালা পাওয়া যায়। আর এই তালার নিচে যেখানে চাবি ব্যবহার করা হয় তার পাশে ছোট্ট একটি ছিদ্র থাকে। আমাদের মনে সাধারণতই প্রশ্ন জাগে এই ছোট ছিদ্রটির কাজ কী।
আরও পড়ুন: চাবি হারিয়েছেন? দেশলাই কাঠি দিয়েই খুলে ফেলুন চটজলদি
ভিরোসিকিউরিটির এক প্রতিবেদনে তালার নিচের এই ছিদ্রের রহস্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তালার মধ্যে ছোট্ট ছিদ্রটিকে প্রথমবার দেখে একদমই অযোগ্য বলে মনে হবে। কিন্তু ছিদ্রটি ব্যবহার করার জন্য বিশেষ কারণ রয়েছে। আসলে এটি তালাকে মরিচা পরার হাত থেকে রক্ষা করে ৷ এটির সাহায্যে তালা থেকে পানি ও অন্যান্য দূষিত পদার্থ বের হয়ে যায়। যদি এই ছোট ছিদ্রটি না দেয়া থাকে তাহলে তালা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে।
Leave a reply