দেশ ও বিদেশে যেকোনো দায়িত্ব পালনে সক্ষম সেনাবাহিনী: সেনাপ্রধান

|

সিলেট সেনানিবাসে বঙ্গবন্ধুর ভাস্কর্য 'বজ্রকন্ঠ' উদ্বোধন শেষে বক্তব্যরত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন।

দেশ ও বিদেশে যেকোনো দায়িত্ব পালনের সক্ষমতা আছে সেনাবাহিনীর। দক্ষতা ও দৃঢ়তায় দেশকে এগিয়ে নিতে চান বাহিনীর সদস্যরা, এমনটা বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন।

রোববার (৫ ডিসেম্বর) সকালে সিলেট সেনানিবাসের মুজিব চত্ত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ‘বজ্রকন্ঠ’ উদ্বোধন করেন তিনি।

এসময় জেনারেল এস এম শফিউদ্দিন বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেড়েছে বাহিনীর প্রতিটি সদস্যের মনোবল ও সক্ষমতা।

সেনাবাহিনীকে গর্বের জায়গায় দেখতে চান জানিয়ে সেনাপ্রধান বলেন, এটাই এখন তার ভিশন। বঙ্গবন্ধুর এই ভাস্কর্য শুধু প্রদর্শনের জন্য নয়, এটি স্বাধীনতার সঠিক ইতিহাসের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াবে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান।

এসময় সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন বলেন, আমি বলতে পারি যে বাংলাদেশ সেনাবাহিনী দেশে ও বিদেশে তার ওপর অর্পিত যেকোনো দায়িত্ব সঠিকভাবে পালনে সক্ষম ইনশাআল্লাহ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply