Site icon Jamuna Television

করোনা সম্পর্কিত ভয়াবহ তথ্য দিলো রাশিয়া

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে অন্যতম রাশিয়া। দেশটিতে অক্টোবরে করোনায় সর্বোচ্চ ৭৪ হাজার ৮৯৩ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) ভয়াবহ এ তথ্য প্রকাশ করে দেশটির পরিসংখ্যান ব্যুরো।

পরিসংখ্যান ব্যুরো দাবি করেছে, মহামারি শুরুর পর অক্টোবরেই সবচেয়ে মর্মান্তিক পরিস্থিতি দেখেছে মস্কো। তালিকাভুক্ত ৫৯ হাজারের মতো মানুষ সরাসরি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকিদের মৃত্যুকালে ছিল ভাইরাসটির উপসর্গ। যদিও তাদের নমুনা পরীক্ষা করানো হয়নি।

আরও পড়ুন: তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে হত্যাচেষ্টা

২০২০ সালের এপ্রিল থেকে চলতি বছর অক্টোবর পর্যন্ত, রাশিয়ায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন পাঁচ লাখ সাইত্রিশ হাজারের বেশি মানুষ। পরিসংখ্যান ব্যুরো বলছে, মহামারির চতুর্থ ধাক্কায় ব্যাপক ক্ষতিগ্রস্থ রাশিয়া। চলতি মাসের প্রথম পাঁচদিনেই শনাক্ত হয় দেড় লাখের ওপর সংক্রমণ।

Exit mobile version