Site icon Jamuna Television

এবার ‘কাঁচা বাদাম’ গাইলেন রানু মন্ডল

ছবি: সংগৃহীত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল গান কাঁচা বাদাম গাইলেন রানু মণ্ডল। তবে এটাই প্রথম নয়, রানু মণ্ডল কোনো ভাইরাল গানে গা ভাসিয়ে সেই গান নিজেই গাইলেন। এর আগে যতগুলো গান সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে রানু মন্ডল তার বেশিরভাগই নিজের কণ্ঠে গেয়ে ভাইরাল হয়েছেন।

এর আগে ভুবন বাদ্যকর থানায় গিয়ে অভিযোগ করেছেন, ইউটিউবে তার গানের সত্ত্ব অন্যদের নামে সংরক্ষিত। অথচ তার নিজস্ব কোনো অ্যাকাউন্ট নেই ইউটিউবে। সপ্তাহখানেক ধরেই গানটি ফেসবুক, টিকটক, ইউটিউবে ভাইরাল হওয়ায় অনেকে সেখান থেকে অর্থ উপার্জন করলেও গানের স্রষ্টা ভুবন কোনো অর্থ পাননি। গানের শিল্পী হিসেবে তার নামও অনেকে উল্লেখ করছেন না।

আরও পড়ুন: এবার টিকটকারদের বিরুদ্ধে মামলা করলেন সেই বাদাম বিক্রেতা

নিজের নামে গানের সত্ত্বের পাশাপাশি গান থেকে উপার্জিত অর্থ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে ভুবন জানান, গানটি ভাইরাল হওয়ার পর প্রচুর মানুষ বাড়িতে ভিড় করছেন। সবাই আমার গান ভিডিও করতে চান। তারপর সেই গান নেট মাধ্যমে ছেড়ে অনেক টাকা আয়ও করছেন। অথচ আমার হাত খালি।

Exit mobile version