পাকিস্তানের ডাকে আফগানিস্তান ইস্যুতে জরুরি আলোচনায় বসবেন ইসলামিক জোট ওআইসির নেতারা। আগামী ১৯ ডিসেম্বর দেশটির রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে জরুরি এ বৈঠক।
শনিবার (৪ ডিসেম্বর) এ বৈঠকের ঘোষণা দেন আফগানিস্তানের প্রতিবেশি দেশ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।
ওআইসির এ আলোচনায় সংগঠনটির সদস্য দেশগুলোর পাশাপাশি অংশ নেবেন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।
কোরেশি বলেন, বর্তমানে আফগানিস্তান চরম মানবিক সংকটে আছে। খাদ্য, মেডিসিন ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের অভাবে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে আগাচ্ছে নারী ও শিশুসহ লক্ষ লক্ষ আফগান নাগরিক। তাই জোটের সদস্য হিসাবে আমাদের কিছু একটা করা দরকার।
আরও পড়ুন: ম্যাকরন ও সৌদি যুবরাজ সাক্ষাৎ; আলোচনায় ইরানের পরমাণু ইস্যু
বৈঠকে আফগানিস্তানে চলমান অস্থিতিশীলতা এবং মানবিক সংকট নিরসনে আলোচনা হবে। দেশটির খাদ্য সংকট নিয়ে এরইমধ্যে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তারা দাবি করেছে, চরম দুর্ভিক্ষ এড়াতে আফগানদের এখন প্রয়োজন বিদেশি সহযোগিতা।
Leave a reply