অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট

|

ছবি: সংগৃহীত

বিদেশে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত ব্যাখ্যা দিতে হবে দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউকে।

সোমবার (৬ ডিসেম্বর) সকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের যৌথ বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি তথ্য চাওয়ার পরও দুদককে কেনো অর্থপাচারকারীদের বিষয়ে তথ্য দিচ্ছে না বিএফআইইউ, তার ব্যাখ্যাও চেয়েছেন হাইকোর্ট। সব জানাতে হবে ৯ জানুয়ারি।

এর আগে পানামা পেপারস, প্যারাডাইজ পেপারসে আসা অর্থপাচারকারীদের নাম আদালতে জমা দেয় দুদক। তালিকায় মুসা বিন শমসের, আব্দুল আউয়াল মিন্টুসহ বেশ কয়েকজন ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা আছেন। তবে হাইকোর্টের পর্যবেক্ষণ, যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিয়েছে তা প্রতিবেদনে স্পষ্ট না।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply