জিম্বাবুয়ে সফর থেকে ফেরা দুই নারী ক্রিকেটার আক্রান্ত হয়েছেন করোনায়। তবে কোন দুই ক্রিকেটার আক্রান্ত হয়েছেন আর কবে পজেটিভ হয়েছেন সেটা নিশ্চিত করেনি কেউ-ই।
প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে গত বুধবার (১ ডিসেম্বর) দেশে ফিরে আসে নারী ক্রিকেট দল। এরপর হোটেলে পুরো দলই ছিল ৫ দিনের কোয়ারেন্টাইনে। সোমবার যখন তাদের বাসায় ফেরার কথা, তখনই আসে দুঃসংবাদ। দুজন খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সাথে সাথে পুরো দলকে আবারও নেয়া হয় আইসোলেশনে।
আরও পড়ুন: দেশে করোনা শনাক্তের সংখ্যা কিছুটা বেড়েছে
এর আগে, করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ এর কারণে স্থগিত করা হয়েছিল জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই পর্বের কয়েকটি ম্যাচ। জিম্বাবুয়ে থেকে নারী ক্রিকেটারদের ঢাকায় ফিরতে হয়েছে বেশ কয়েকটি দেশ ঘুরে। তবে দুই ক্রিকেটার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন তা জানতে অপেক্ষা করতে হবে আরও।
আরও পড়ুন: সম্মান চেয়ে মেসির মতো হওয়ার পরামর্শ পেলেন রোনালদো
Leave a reply