ভুল করে ২ শিশুকে করোনার টিকা অতঃপর হাসপাতালে ভর্তি

|

ছবি: সংগৃহীত।

ব্রাজিলে ভুল করে দুই শিশুকে করোনা ভাইরাসের টিকা দেয়া হয়েছে। ওই দুই শিশুের বয়স ২ ও ৪ মাস। এরপরই তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

প্রতিবেদনে বলা হয়েছে, ভুল করে করোনার টিকা দেয়া ওই দুই শিশুের একজন ২ মাস বয়সী মেয়ে শিশু এবং অন্যজন চার মাস বয়সী ছেলে শিশু। ডিপথেরিয়া, টিটেনাস, পার্তুসিস এবং হেপাটাইটিস বি টিকা দেয়ার পরিবর্তে তাদেরকে ফাইজারের করোনা টিকা দেয়া হয়।

আরও পড়ুন: বেলজিয়ামে করোনা বিধিমালা বিরোধী আন্দোলনে সহিংসতা

ফাইজারের টিকা দেয়ার পরপরই ওই দুই শিশুর শরীরেই তীব্র পার্শ্বপ্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং একপর্যায়ে তাদেরকে হাসপাতালে নেয়া হয়। যে নার্স ওই দুই শিশুকে করোনা টিকা দিয়েছিলেন তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ঘটনার ভেতরের কারণ খুঁজে বের করতে প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, ব্রাজিলের ফেডারেল স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ‌’আনভিসা’ দেশটির কেবল ১২ বছর ও এর বেশি বয়সীদের জন্য ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। গত জুন মাসে এই অনুমোদন দেয় সংস্থাটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply