পোলার্ডের ইনজুরি; উইন্ডিজের নেতৃত্বে পুরান ও হোপ

|

ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে টি-টোয়েন্টি অধিনায়ক কাইরন পোলার্ডকে ছাড়াই পাকিস্তান সিরিজে যাচ্ছে উইন্ডিজ দল। তার পরিবর্তে এই ফরম্যাটে দলকে নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান। আর ওয়ানডে ফরম্যাটে দলকে নেতৃত্ব দেবেন শাই হোপ।

আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন পোলার্ড। পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে রেখেই পাকিস্তান যাচ্ছে উইন্ডিজ দল। পোলার্ডের পরিবর্তে টি-টোয়েন্টির জন্য দলে নেয়া হয়েছে রভম্যান পাওয়েলকে। আর ওয়ানডেতে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার ডেভন থমাস।

পাকিস্তান সিরিজে যাচ্ছেন না কাইরন পোলার্ড। ছবি: সংগৃহীত

আরও পড়ুন: ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে জয়ের দাপুটে রেকর্ড কোহলির

আগামী ১৩ ডিসেম্বর করাচিতে প্রথম টি-২০ খেলবে দু’দল। আর ২৩ ডিসেম্বর ওয়ানডে ম্যাচ দিয়ে শেষ হবে পাকিস্তান সফর। ওয়ানডেতে ক্যারিবিয়দের নেতৃত্ব দেবেন শাই হোপ।

আরও পড়ুন: সেরা ব্যাটারের অধিনায়কত্বের পরীক্ষা নেবে অ্যাশেজ, দাবি সেরা বোলারের


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply