Site icon Jamuna Television

আজাজ প্যাটেলকে বিশেষ সম্মাননা দিলো ভারতীয় ক্রিকেটাররা

আজাজ প্যাটেলকে ভারতীয় দলের সকল সদস্যের সই সম্বলিত জার্সি প্রদান করছেন অশ্বিন। ছবি: সংগৃহীত

ইতিহাস গড়া আজাজ প্যাটেলকে বিশেষ সম্মাননা প্রদান করেছেন ভারতীয় ক্রিকেটাররা। ভারত-নিউজিল্যান্ড সিরিজ শেষে স্বাগতিক ক্রিকেটারদের সই করা একটি জার্সি প্যাটেলের হাতে তুলে দেন রবিচন্দ্রন অশ্বিন।

ইনিংসে ১০ উইকেট নিয়ে উল্লাসরত আজাজ প্যাটেল। ছবি: সংগৃহীত

ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েন এই বাঁহাতি অর্থোডক্স স্পিনার। দুই ইনিংস মিলিয়ে তার ঝুলিতে গিয়েছে ১৪ উইকেট। আজাজের এই কীর্তির আগে নাম আছে শুধুমাত্র দুই ক্রিকেটারের। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসে ১০ উইকেট নেন ইংলিশ বোলার জিম লেকার। আর ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়েন অনিল কুম্বলে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে ৩৭২ রানের ব্যবধানে হারালো ভারত

Exit mobile version