জাতিবিদ্বেষ এবং উসকানিমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে মামলা করলো রোহিঙ্গা শরণার্থীদের একটি দল।
ক্ষতিপূরণ হিসেবে তারা ফেসবুকের কাছে দেড়শো বিলিয়ন ডলার দাবি করেছে। আবেদনকারীরা সবাই যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে বসবাস করছেন।
তাদের অভিযোগ, মিয়ানমারের সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতা ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। মামলায় বলা হয়, বছরের পর বছর রোহিঙ্গাদের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছে স্বার্থান্বেষী একটি মহল।
আরও পড়ুন : সু চির শাস্তি কমলো ২ বছর
শরণার্থীদের অভিযোগ, মানবাধিকার সংগঠন এবং গণমাধ্যমগুলো বারবারই এ ব্যাপারে ফেসবুককে সতর্ক করেছে। কিন্তু মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি জেনেও তথ্যগুলোর নিয়ন্ত্রণে কোনো নজরদারি নেই প্রতিষ্ঠানটির। এমনকি পোস্টগুলো মুছে দেয়া বা অ্যাকাউন্টগুলো বন্ধের ব্যাপারেও ফসেবুক কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ তাদের।
/এডব্লিউ
Leave a reply