মুরাদের অশ্লীল অডিও সরাতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ

|

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসানের সমস্ত আপত্তিকর বক্তব্য সম্বলিত ভিডিও রেকর্ড অনলাইন থেকে দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে বিচারপতি এনায়েতুর রহিম বিটিআরসি চেয়ারম্যানকে দ্রুত এসব কন্টেন্ট সরিয়ে নিতে মৌখিক এ নির্দেশনা দেন।

সকালে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ভিডিওর বিষয়টি হাইকোর্টের নজরে এনে বলেন, ড. মুরাদের এসব বক্তব্য শোনার উপযোগী নয়। এসব ভিডিও শিশু ও বয়স্কদের মানসিকতা নষ্টের কারণ হতে পারে। পরে আদালত এসব ভিডিও সরানোর নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান একের পর এক বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচিত হচ্ছিলেন। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. মুরাদ হাসানের সঙ্গে ঢালিউডের চিত্রনায়ক ইমন ও নায়িকা মাহিয়া মাহির মধ্যকার কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। আর এসব বিতর্কিত মন্তব্যের জন্য মঙ্গলবারের মধ্যে ডা. মুরাদ হাসানকে মন্ত্রীসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply