স্বেচ্ছায় হলুদ কার্ড খাওয়ার অভিযোগ উঠেছে সেল্টা ভিগোর ফুটবলার ইয়াগো আসপাসের বিরুদ্ধে। ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার এই ঘটনায় আসপাসকে আইনস্টাইনের চেয়েও বেশি বুদ্ধিমান বলে অভিহিত করেছে।
ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ হলুদ কার্ড দেখেন এই ফুটবলার। ১১ মিনিটে গোল করে উদযাপনের সময় জার্সি খোলায় আসপাসকে হলুদ কার্ড দেখতে হয়। হলুদ কার্ড দেখার ৪ মিনিট পর ইনজুরির কারণে মাঠ থেকে উঠে যেতে হয় এই ফরোয়ার্ডকে। গুঞ্জন আছে আসপাস নাকি ইচ্ছে করেই হলুদ কার্ড নিয়ে নিজেকে নিষেধাজ্ঞায় ফেলেছেন।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে এ মৌসুমে চারটি হলুদ কার্ড পেয়েছেন ইয়াগো আসপাস। পাঁচটি হলুদ কার্ডের কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞায় থাকতে হবে তাকে। ফলে পরের ম্যাচে রিয়াল মায়োর্কার বিপক্ষে আসপাস থাকবেন দর্শক হয়ে। তবে ইনজুরির কারণে এমনিতেই সে ম্যাচটি মিস করতেন আসপাস। তাই এই ম্যাচে হলুদ কার্ড দেখায় অতিরিক্ত কোনো ম্যাচ মিস করতে হচ্ছে না এই ফরোয়ার্ডকে।
Leave a reply