কুয়েট শিক্ষক অধ্যাপক ড. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুতে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনে এ দাবি জানান তারা।
এসময় শিক্ষকরা বলেন, সেলিম হোসেনের অপমৃত্যুর সুষ্ঠু তদন্ত করতে হবে। শাস্তি নিশ্চিত করতে হবে অপরাধীদের। কুয়েট কর্তৃপক্ষ এরইমধ্যে অভিযুক্ত কয়েকজনকে সাময়িক বহিষ্কার ও তদন্ত কমিটি গঠন করার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আশা করেন, তদন্ত কমিটি সব ধরনের প্রভাবমুক্ত থেকে বিষয়টি খতিয়ে দেখবে।
ইউএইচ/
Leave a reply