ভারতের সশস্ত্র বাহিনী প্রধানকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটি রুশ এমআই-১৭

|

ছবি: সংগৃহীত

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বা সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিধ্বস্ত হেলিকপ্টারটি রুশ এমআই-১৭ মডেলের। খবর আনন্দবাজার পত্রিকার।

বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় ১২টা ৪০ মিনিট নাগাদ কন্নড়ের গভীর জঙ্গলের ভেতর ভেঙে পড়ে সেনাবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারটি। সাথে সাথেই সেটিতে আগুন ধরে যায়।

খবরে বলা হয়, রাওয়াতকে নিয়ে এই হেলিকপ্টারটি উড়েছিল দুর্গম পাহাড়ি এলাকায় ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজের পরিদর্শনে যাওয়ার জন্য। এমআই-১৭-ভি-৫-এর বৈশিষ্ট্য বলছে, এই বিমান একমাত্র অতি উচ্চতায় উড়তে অসুবিধায় পড়ে। তাছাড়া যেকোনো ধরনের ভৌগোলিক এলাকায় এর সহজ যাতায়াত। রাওয়াতের হেলিকপ্টার যেখানে ভেঙে পড়ে তার উচ্চতা অবশ্য খুব বেশি ছিল না বলে জানা গেছে।

আরও পড়ুন: ভারতের সশস্ত্র বাহিনী প্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত অন্তত ৫ (ভিডিও)

রাওয়াতের হেলিকপ্টারে মোট ১৪ জন আরোহী ছিলেন। সাধারণ হেলিকপ্টারের হিসেবে সংখ্যাটা বেশি। তবে ‘ভি-৫’ সর্বাধিক ২৪ জন আরোহীকে বহন করতে পারে। এর ওজন বহন করার ক্ষমতা সাত হাজার কেজি। এর মধ্যে ভেতরে চার হাজার কেজি ও বাইরে ঝুলিয়ে নিতে পারে আরও তিন হাজার কেজি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply