সরকারি কর্তাদের রাশভারী মেজাজকে সাধারণত সমঝে চলেন গ্রামের আদিবাসীরা। কিন্তু এখানে দেখা গেলো উল্টো ছবি। অনুরোধে যখন কাজ হচ্ছে না শেষ পর্যন্ত আদিবাসী নেতার পা ধরে ফেলেন সরকারি কর্মকর্তা। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে ভারতের পশ্চিম মেদিনীপুরের লালগড়ে।
জানা যায়, মার্চ-এপ্রিলের এই সময়টাতেই জঙ্গলে দল বেঁধে শিকারে বের হন আদিবাসীরা। বন্যপ্রাণী হত্যা বেআইনি। কিন্তু কে শোনে কার নিষেধ! মঙ্গলবার সকাল থেকেই দলবেঁধে আদিবাসীদের জঙ্গলে শিকার করতে যাওয়ার খবর পৌঁছায় লালগড় বনাঞ্চলের অফিসে। সেই খবর পেয়ে পুলিশ ও বন নিরাপত্তারক্ষীদের নিয়ে আদিবাসীদের বোঝাতে যান লালগড় রেঞ্জের এডিএফও পূরবী মাহাতো।
প্রথমে তিনি আদিবাসীদের জঙ্গলে গিয়ে বন্যপ্রাণীদের হত্যা না করার জন্য অনুরোধ করেন। তা সত্ত্বেও আদিবাসীরা শিকারের সিদ্ধান্তে অনড় থাকায় এক আদিবাসী দলনেতার পায়ে পড়ে যান পূরবী মাহাতো। এতে কিছুটা কাজের কাজও হয়। অপ্রস্তত হয়ে গিয়ে বৃদ্ধ ওই আদিবাসী নেতাই পূরবীদেবীকে উঠিয়ে নেন। মহিলা সরকারি কর্তার নাছোড় মনোভাবে শেষ পর্যন্ত আদিবাসীদের ওই দলটি শিকার না করেই ফিরে যায়।
পূরবী মাহাতোর এই ধরনের কর্তব্যপরায়ণতা দেখে গর্বিত বন দফতরও।
Leave a reply