যুক্তরাষ্ট্রের পথ ধরে এবার বেইজিং শীতকালীন অলিম্পিক কূটনৈতিক বয়কটের সিদ্ধান্ত জানিয়েছে যুক্তরাজ্য ও কানাডা। বুধবার আসে এ ঘোষণা। চীনের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এ পদক্ষেপ বলে জানায় দেশ দু’টির কর্তৃপক্ষ।
বুধবার এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, যুক্তরাজ্যের কোনো কূটনৈতিক প্রতিনিধি অংশ নেবে না আসন্ন অলিম্পিকের আসরে। একইদিন কানাডাও ঘোষণা দেয় এমন পদক্ষেপের।
জিনজিয়াংয়ে উইঘুর সম্প্রদায়ের ওপর নিপীড়নের ঘটনায় উদ্বেগ জানান দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে অ্যাথলেটদের পাঠানো হবে বলে জানান দুই দেশই।
আরও পড়ুন: ট্রেন থামিয়ে দই কেনায় চালক বরখাস্ত
এর আগে যুক্তরাষ্ট্র ছাড়াও চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে অলিম্পিক কূটনৈতিক বয়কটের ঘোষণা দেয় অস্ট্রেলিয়া, জাপান ও নিউজিল্যান্ড।
ইউএইচ/
Leave a reply