পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বোমা বিস্ফোরণে প্রাণ গেছে শান্তিরক্ষী বাহিনীর ৭ সদস্যের। গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় বান্দিয়াগারা প্রদেশে হয় এ ঘটনা। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ নিশ্চিত করেছেন এ তথ্য। নিহতরা সবাই টোগোর নাগরিক। ভারি অস্ত্রসহ একটি সামরিক গাড়িতে করে যাচ্ছিলেন শান্তিরক্ষীরা। সেসময়ই ঘটে হামলার এ ঘটনা। দেশটিতে হামলায় চলতি বছর এই নিয়ে ১৯ শান্তিরক্ষীর মৃত্যু হলো।
জাতিসংঘ বলছে, এ বছর এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলা। ২০১২ সাল থেকে জঙ্গি নিয়ন্ত্রণে চেষ্টা করে যাচ্ছে মালি। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রায় ১৬ হাজার ৬শ’ সদস্য কাজ করছে মালিতে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ বলেন, এই জঘন্যতম হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মহাসচিব। মালি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে হামলাকারীরা দ্রুত চিহ্নিত হয়। আর তাদের বিচারের মুখোমুখি করা যায়।
আরও পড়ুন: ভারতের সশস্ত্র বাহিনী প্রধানকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটি রুশ এমআই-১৭
ইউএইচ/
Leave a reply