খাশোগি হত্যার দায়ে ফ্রান্সে আটককৃত ব্যক্তির মুক্তি

|

জামাল খাশোগি। ছবি: সংগৃহীত

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ফ্রান্সে আটক ব্যক্তিকে ধরা হয়েছিল ভুল করে। পরিচয় নিশ্চিতের পর ছেড়ে দেয়া তাকে।

গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্যারিস বিমানবন্দর থেকে আটক হন ৩৩ বছর বয়সী খালেদ আলোতাইবি। একই নামে সৌদি রয়্যাল গার্ডের এক সদস্য খাশোগি হত্যায় সম্পৃক্ততার দায়ে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত। তাই, খালেদ আলোতাইবির বিরুদ্ধে তুরস্ক জারি করে গ্রেফতারি পরোয়ানা।

ছবি: সংগৃহীত

ফ্রান্সের চার্লস দ্য গল বিমানবন্দরে একই নামের ব্যক্তি হাজির হলে স্ক্যানের সময় নাম, দেশ, জন্ম-মাস’সহ বেশ কিছু তথ্য মিলে যাওয়ায় তৈরি হয় বিভ্রাট। চেহারাতেও বেশ মিল পাওয়া যায় দু’জনের। আটকের পর জিজ্ঞাসাবাদের সময় ধরা পড়ে গলদ। শুরু থেকেই অবশ্য প্যারিসের সৌদি দূতাবাস দাবি করে, খাশোগি হত্যার সাথে কোনো সম্পর্ক নেই আটককৃতের।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র গিয়ে করোনা পজেটিভ অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply