পাঁচ মাসে পোশাক রফতানি বেড়েছে ২২ শতাংশ

|

চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর মাসে তৈরি পোশাক খাতে রফতানি বেড়েছে ২২ শতাংশ। এর মধ্যে শুধু নভেম্বর মাসে পোশাক রফতানি বেড়েছে ৩২ শতাংশ। চলতি বছরের নভেম্বর মাসে তিন দশমিক ২ বিলিয়ন ডলার সমমূল্যের পোশাক রফতানি হয়েছে। ২০২০ সালের একই সময়ে রফতানির পরিমাণ ছিল দুই দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার।

গত তিন মাসের প্রবৃদ্ধির ধারা ইতিবাচক হলেও এটা স্থায়ী নাও হতে পারে বলে মনে করছেন রফতানিকারকরা। তাদের মতে, কোভিডজনিত লকডাউন শিথিল করার কারণে বিগত মাসগুলোতে পোশাকের ব্যবহার ও চাহিদা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত মোট রফতানি আয় হয়েছে এক হাজার ৯৭৯ কোটি ডলার। যা লক্ষ্যমাত্রার তুলনায় ১৩.২৭ শতাংশ বেশি। অন্যদিকে একক মাস হিসেবে সর্বশেষ নভেম্বর মাসে রফতানি আয় আগের বছরের একই মাসের তুলনায় ৩১ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন : পোশাকে ভর করে অর্থবছরের প্রথম পাঁচ মাসে বেড়েছে রফতানি আয়

এছাড়া টেক্সটাইল, ডাইস ও রাসায়নিকসহ অন্যান্য কাঁচামালের মূল্য বৃদ্ধি পেয়েছে। ফ্রেইট খরচ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। রফতানিমূল্যের আপাতত যে বৃদ্ধি হয়েছে তা মূলত কাঁচামালের মূল্যবৃদ্ধিজনিত ব্যয়কে সমন্বয় করেছে। করোনার প্রথম ঢেউ থেকেই ক্রেতারা সতর্ক পদক্ষেপ নিয়ে চলেছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply