যমুনায় খবর প্রচারের পর টনক নড়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের

|

চট্টগ্রামের নিমতলা মোড়ে ১১ ক্রিকেটারের ভাঙাচোরা ভাস্কর্য দ্রুত ঢাকায় পাঠিয়ে সংস্কার করায় ফিরেছে পুরানো রূপ। যমুনায় সংবাদ প্রচারের পর টনক নড়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও তদারকির পাশাপাশি এসব ভাস্কর্যের নিরাপত্তায় চারপাশে প্রাচীর নির্মাণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

কিছুদিন আগেও ভেঙেচুরে একাকার হওয়া ক্রিকেটারদের এসব ভাস্কর্য ফিরেছে নতুন রূপে। চট্টগ্রামের নিমতলা বিশ্বরোড চত্বরে অযত্ন অবহেলায় পড়ে থাকা ভাস্কর্যের বেহাল দশা তুলে ধরে যমুনায় সংবাদ প্রচারের পর তৎপর হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী জানান, সংস্কারের পর লাল-সবুজের জার্সি পড়া ক্রিকেটারদের এসব ভাস্কর্য তদারকি করা হচ্ছে নিয়মিত। প্রতিদিন ধুলোর আস্তরন মুছে দিচ্ছেন করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। চাইলেই যেনো কেউ নষ্ট করতে না পারে সেজন্য ভাস্কর্যের চারপাশে প্রাচীর তৈরির কথাও ভাবছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

আগের প্রতিবেদনটি পড়ুন : চট্টগ্রামে দেশসেরা ১১ ক্রিকেটারের ভাস্কর্য; কারো হাত নেই, কারো নেই মাথা

প্রসঙ্গত, ২০১১ সালে বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে স্থাপিত ১১ ক্রিকেটারের ভাস্কর্যের সবকটি ভেঙেচুরে দৃষ্টিকটু রূপ নিয়েছিলো।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply