রাঙ্গামাটিতে এবার প্রায় ৮৩ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
আগামী শনিবার (১১ ডিসেম্বর) থেকে এই ক্যাম্পেইন শুরু হয়ে চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টশন কর্মশালায় এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন : বেড়াতে নেয়ার প্রলোভন, রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে ৪ শিক্ষার্থী অপহরণ
সিভিল সার্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে কোনো শিশু যেন বাদ না পড়ে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান সিভিল সার্জন।
/এডব্লিউ
Leave a reply