দিনে ৭০ বার বমি করেন যে নারী

|

যুক্তরাজ্যের বোল্টনের ৩৯ বছর বয়সী লিয়ান উইলিয়াম এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান একটি প্রতিবেদনে জানিয়েছে, এই রোগের প্রভাবে লিয়ান দিনে অন্তত ৭০ বার পর্যন্ত বমি করেন।

২০০৮ সালে গ্যাস্ট্রোপেরেসিস নামের ওই বিরল রোগে আক্রান্ত হন লিয়ান। এই রোগে পেট স্বাভাবিকভাবে খালি হতে পারে না, ফলে বারবার বমি হয়ে খাবার বাইরে বেরিয়ে আসে। আর এ কারণেই দিনে ৭০ বার পর্যন্ত বমি করার বিরল শারীরিক অবস্থার শিকার হন ওই নারী।

সান জানায়, সমস্যাটির চিকিৎসার জন্য তার পেটে গ্যাস্ট্রিক পেসমেকার লাগানো হয়েছিল। তবে প্রকৃতপক্ষেই বিরল এই রোগটি লাখে একজনের হয় বলে জানিয়েছে সান। গ্যাস্ট্রোপেরেসিস হলে পেশি ও স্নায়ুগুলো স্বাভাবিকভাবে কাজ করে না, হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং পেট খালি করা কঠিন করে তোলে। ফলে খাবার খাওয়ার পর তা পরিপাকতন্ত্রে থেকে যায়। যার ফলে সারাদিন বমি-বমি ভাব হতে থাকে।

আরও পড়ুন : নায়াগ্রায় ডুবে প্রাণ গেলো নারীর

টাইপ ২ ডায়াবেটিসের ক্ষেত্রে রক্তে অনিয়ন্ত্রিত শর্করার মাত্রা এই রোগের ঝুঁকি তৈরি করতে পারে বলে জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply