গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ। তাকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফ।
এক ফেসবুক স্ট্যাটাসে কাজী মারুফ বলেন, আমার বাবাকে তার এনজিওগ্রাম পরীক্ষার জন্য ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে। তিনি অসুস্থ বোধ করছিলেন। তার শরীরে এখন পর্যন্ত আটটি রিং পরানো রয়েছে। সম্ভবত আবারও ব্লক হয়েছে আব্বুর।
দেশবাসীর কাছে দোয়া চেয়ে কাজী মারুফ বলেন, দেশবাসীর কাছে অনুরোধ, প্রতিবারের মতো আপনারা আমার আব্বুর পাশে থাকবেন। সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন, যাতে তিনি সুস্থ হয়ে আবার আপনাদের কাছে ফিরে আসতে পারেন।
উল্লেখ্য, কাজী হায়াৎ পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি বীর। এটি তার ক্যারিয়ারের ৫০তম সিনেমা। এছাড়াও নির্মাণাধীন রয়েছে সরকারি অনুদানে তার পরিচালিত ছবি জয় বাংলা। প্রথম লটের শুটিংও সম্পন্ন হয়েছে এ সিনেমার।
/এসএইচ
Leave a reply